তুচ্ছ ঘটনায় অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০২:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের চুনারুঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সিএনজিচালিত অটোরিকশা চালক পিটিয়ে হত্যা করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, একদল চা শ্রমিক ওই ব্যক্তিকে হত্যা করেছে।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার চানপুর বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ দুই চা শ্রমিককে গ্রেফতার করেছে।
মৃত অটোরিকশা চালক মর্তুজ আলী (৫০) উপজেলার নোয়ানী গ্রামের রজব আলীর ছেলে। গ্রেফতার হওয়ারা হলেন, নয়ন ও আকাশ। তাদের বাড়ি চান্দপুর চা বাগানে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় চুনারুঘাট পৌর শহরের সিএনজি ষ্ট্যাান্ডে যাত্রী উঠানো নিয়ে চানপুর চা বাগানের কয়েকজন শ্রমিকের সঙ্গে মর্তুজ আলীর বাগবিতণ্ডা হয়। রাত ১০টার দিকে যাত্রী নিয়ে মর্তুজ আলী চান্দপুর যায়। খবর পেয়ে বাগান নেতাদের উসকানিতে কতিপয় শ্রমিক তাকে আটক করে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম
করে। পরে তাকে উদ্ধার কনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মর্তুজ আলীকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ঘটনায় অটোরিকশা চালকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকালে দেওরগাছ সিএনজি ষ্ট্যান্ডে শত শত শ্রমিক মর্তুজ আলী হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চুনারুঘাট-মাধবপুর সার্কেলের এএসপি সালিমুল হক বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজন। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
