‘শয়তানের নিশ্বাস’ চক্রের কবলে কুরবানির টাকা খোয়ালেন বৃদ্ধ
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০২:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুরবানির পশু কিনকে ব্যাংক থেকে টাকা তুলেছিলেন ৬৫ বছর বয়সি বৃদ্ধ শহিদুল্লাহ ধনু। তবে, সেই টাকা খুইয়েছেন এ বৃদ্ধ। দিনে দুপুরে প্রকাশ্যে ব্যাংক থেকে তোলা টাকা নিয়ে গেছে একটি চক্র। পরিচিত সেজে হ্যান্ডশেকের মাধ্যমে ‘শয়তানের নিশ্বাস’ (স্কোপোলামিন) দিয়ে কৌশলে এ টাকা নিয়ে গেছে চক্রটি।
বুধবার সকালে নোয়াখালীর বসুরহাট পৌরসভার বসুরহাট বাজারের অয়েল মিলের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শহিদুল্লাহ চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসমাইল পন্ডিত বাড়ির বাসিন্দা।
ভুক্তভোগী বৃদ্ধ শহিদুল্লাহ বলেন, ইসলামী ব্যাংক বসুরহাট শাখা থেকে টাকা তোলার পর অয়েল মিলের সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ওই সময় এক অপরিচিত লোক সালাম দিয়ে হ্যান্ডশেক করে। প্রবাসে থাকা ছেলেদের সঙ্গে নাকি তার পরিচয় আছে। কথা বলতে বলতে বসুরহাট জিরো পয়েন্ট আসে। এর মধ্যে আমার কাছে থাকা কুরবানির নগদ ৫০ হাজার টাকা লোকটা নিয়ে যায়। আমি বাগিতে যাওয়ার ২০ মিনিট পর বুঝতে পারি উনি টাকাগুলো নিয়ে গেছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। এসব চক্র সাধারণত অন্য এলাকা থেকে এসে দ্রুত অপরাধ করে পালিয়ে যায়। আমরা এ অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছি।’
