|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার পশালবাড়ী উপজেলায় তানভীর নামে এক প্রতিবন্ধী যুবক হারিয়ে গেছেন। তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছেন তার বাবা ও মা।
শনিবার গাইবান্ধার পশালবাড়ী উপজেলার পশ্চিম মির্জাপুর গ্রামের নিজ বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার পর আর বাসায় ফিরে আসেননি। স্থানীয়ভাবে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
আনুমানিক ২০ বছরের ওই যুবক একটু একটু কথা বলতে পারে কিন্তু নিজের নাম ঠিকানা বলতে পারে না। তাকে কোনো কিছু জিজ্ঞেস করলে মনোযোগের সঙ্গে শ্রবণ করে, মাথা নাড়িয়ে জবাব দেয়, অনেক ক্ষেত্রে হাসে। হারানোর সময় তার পরনে ছিল গ্রামীণ চেকের ট্রাউজার ও কালো রংয়ের গেঞ্জি (টি শার্ট)। তার গায়ের রং শ্যামলা। উচ্চতা প্রায় পাঁচ ফুট।
পরিবার সূত্রে জানা গেছে, তানভীর মাঝেমধ্যেই বাড়ি থেকে বেড়িয়ে পার্শ্ববর্তী দিনাজপুরের ঘোড়াঘাট ও রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে যেতেন। তবে রাতে বাসায় ফিরে আসতেন। তবে শনিবার বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি।
তার পিতা আনিছুর রহমান ও মা শিউলি বেগম ছেলেকে না পেয়ে কান্নাকাটি করছেন। ছেলেকে ফিরে পেতে সবার সহযোগিতা চেয়েছে তারা। কোনো সুহৃদ ব্যক্তি তানভীরের খোঁজ পেলে নিম্নবর্ণিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
আনিছুর রহমান
গ্রাম: পশ্চিম মির্জাপুর
থানা: পশালবাড়ী
জেলা: গাইবান্ধা।
