জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে সোনারগাঁয়ে ঈদ উপহার বিতরণ
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১০:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৃহস্পতিবার দুপুরে বিএনপির আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা এসএম ওয়ালিউর রহমান আপেলের উদ্যোগে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার উদ্ধবগঞ্জ এলাকার শহিদুল্লাহ প্লাজার সামনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা এসএম ওয়ালিউর রহমান আপেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মো. তাজুল ইসলাম, সৌদি আরব ও যুক্তরাজ্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. শহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুজ্জামান হাবিব, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা মিজানুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ রানা বাবু, আশিকুর রহমান, সোনারগাঁ প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি মিজানুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে তিন শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা এসএম ওয়ালিউর রহমান আপেল বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে সাধারণ মানুষ অনেক উপকৃত হয়েছেন। খাল খনন থেকে শুরু করে আত্মকর্মসংস্থানের ক্ষেত্র তৈরির মাধ্যমে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। জিয়াউর রহমানের আদর্শে আমরা রাজনীতি করি। তার আদর্শ ধারণ করে রাজনীতি করলে বাংলাদেশের মানুষ সুফল পাবেন।
