Logo
Logo
×

সারাদেশ

সাদাপাথর ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

Icon

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১১:০৬ পিএম

সাদাপাথর ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আগামীকাল থেকে খুলবে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র। গেল ৩০ মে উপজেলা প্রশাসন পর্যটকদের নিরাপত্তায় অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের সাদাপাথর ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কোম্পানীগঞ্জ উপজেলাধীন সাদা পাথর পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ করা হয়। অনির্দিষ্টকালের এ নিষেধাজ্ঞা ৬ জুন হতে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তুলে নেওয়া হলো।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম