নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১১:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাতুলী গ্রামে ৯ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা হয়েছে।
বুধবার শিশুটির মা বাদী হয়ে পলাশবাড়ী থানায় মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির বাড়ি একই ইউনিয়নের দিঘলকান্দি বাউলাপাড়া গ্রামে। তবে সে (৯) নানা-নানির কাছে কাতুলী গ্রামে থাকে। ৩১ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাফি মিয়া (১৯) ও রব্বানী মিয়া (২৫) মেয়েটিকে ফুসলিয়ে একটি ভবনের ছাদে নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হলে তার মামি, নানা এবং স্থানীয় লোকজনের কাছে ঘটনাটি জানায়।
পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে বৃহস্পতিবার গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান চলছে।
