Logo
Logo
×

সারাদেশ

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

Icon

শেরপুর উত্তর প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১১:৩০ পিএম

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

শেরপুর জেলা বিএনপির নতুন করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ৫ জুন বিকালে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হলো। এতে অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও মামুনুর রশিদ পলাশকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ৩ নভেম্বর জেলা বিএনপির একটি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয় এতে মো. হযরত আলীকে আহবায়ক ও অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলামকে সদস্যসচিব করা হয়। কিন্তু আড়াই মাস পর গত ২ জানুয়ারি কমিটি স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি।

নতুন দায়িত্ব পাওয়া সদস্যসচিব মামুনুর রশিদ বলেন, দল আমাদের যে দায়িত্ব দিয়েছে, তা আমরা সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব। আগামী দিনে দলকে সুসংগঠিত করতে সবাই মিলে কাজ করব এবং জেলা বিএনপি নেতাকর্মীদের নিয়ে তারেক রহমানের নির্দেশে সব কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম