Logo
Logo
×

সারাদেশ

পুশইন ও কুরবানির চামড়া পাচার রোধে সতর্ক বিজিবি

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ১১:৩২ পিএম

পুশইন ও কুরবানির চামড়া পাচার রোধে সতর্ক বিজিবি

কথা বলছেন রাজশাহী বিজিবির অধিনায়ক। ছবি: যুগান্তর

পুশইন ও কুরবানির চামড়া ভারতে পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল হাসিবুল হক। 

বৃহস্পতিবার বিকালে রাজশাহী বিজিবি সেক্টরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

তিনি জানান, সীমান্তে সব ধরনের পাচার রোধে টহল বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারিসহ স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে।

রাজশাহী সীমান্ত দিয়ে এ পর্যন্ত পুশইন হয়নি জানিয়ে হাসিবুল হক বলেন, দেশের বিভিন্ন স্থানে পুশইনের বিক্ষিপ্ত কিছু ঘটনা রয়েছে। যেখানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, সেখানে বিজিবি বিএসএফের সঙ্গে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিকভাবে এবং লিখিতভাবে প্রতিবাদ জানিয়েছে, যা ভবিষ্যতেও জারি থাকবে। একইভাবে কুরবানির পরে পশুর চামড়া যাতে পাচার না হয়, সে জন্য বিজিবি সীমান্তে নজরদারি রেখেছে।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, ভারত থেকে গরু আনার ফলে বাংলাদেশের কোনো খামারি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য বিজিবি সর্বোচ্চ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি বলেন, উৎসব মুখর পরিবেশে জনগণ যাতে ঈদ উদযাপন করতে পারে এ জন্যও বিজিবি তৎপর রয়েছে। ঈদের জামাতের নিরাপত্তা দিতেও বিজিবি কাজ করবে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম