গোবিন্দগঞ্জে মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০২:১২ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছে। এ ঘটনায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করা হয়। পরে থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলামের প্রচেষ্টায় স্থানীয়রা অবরোধ তুলে নেয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ নামক স্থানে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুই জন নিহত হয়। তারা ঢাকা থেকে নিজ গ্রামের বাড়ি কুড়িগ্রাম ফিরছিলেন। নিহত আনোয়ার (৩০) ভুরুঙ্গামারী উপজেলা শিলকুড়ি ইউপির কাঠগিরি গ্রামের বাসিন্দা ইউসুফ আলীর পুত্র। তারা দুজনই গার্মেন্টসে চাকরি করত।
স্থানীয়রা জানান, মহাসড়কের চাঁপড়ীগঞ্জ থেকে ফাঁসিতলা পর্যন্ত মহাসড়কের পশ্চিম পাশে দেওয়া রাবারের রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে মটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ছিটকে পড়ে। তাৎক্ষণিক পিছনে থাকা ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। ঘাতক ট্রাকটিকে আটক করে স্থানীয়রা।
পরে ফাঁসিতলা থেকে চাঁপড়ীগঞ্জ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাবারের ওই রোড ডিভাইডার তুলে নেওয়ার দাবিতে স্থানীয়রা ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে সেনাবাহিনী, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের আশ্বস্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে ওসি মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও ড্রাইভার ও হেলপার পলাতক। এ ঘটনায় যথাযথ প্রক্রিয়া চলমান।
