Logo
Logo
×

সারাদেশ

যমুনা সেতুতে টোল আদায়ের রেকর্ড

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০৮:৫০ এএম

যমুনা সেতুতে টোল আদায়ের রেকর্ড

যমুনা সেতু

ঈদুল আজহা পরিবারের সঙ্গে করতে লোকজন গ্রামের বাড়িতে যাচ্ছেন।লোকজন ছুটে চলছেন যমুনা সেতু হয়ে।

এ বছর যমুনা সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। ফলে সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যানবাহন পারাপার হয়েছে ৬৪ হাজার ২৮৩টি। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা। এটি সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কর্মস্থল টানা ১০ দিনের ছুটি হওয়াতে যানবাহনের পারাপার সংখ্যা বেড়েছে। ফলে সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ২৮৩টি পরিবহণ পারাপারে টোল আদায় হয়েছে চার কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা। এর মধ্যে সেতুপূর্ব টোল প্লাজা পার হয়ে উত্তরবঙ্গে গেছে ৪৩ হাজার ৩টি গাড়ি। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা এবং পশ্চিম টোল প্লাজা পার হয়ে ঢাকায় গেছে ২১ হাজার ২৮০টি পরিবহণ। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা।

এর আগে ২০২৩ সালে ঈদযাত্রায় ২৭ জুন রাত ১২টার পর থেকে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে পরিবহণ পারাপার হয়েছিল ৫৫ হাজার ৪৮৮টি। এতে সেতুতে টোল আদায় হয়েছিল তিন কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম