ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ মাঠ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহ জেলার প্রায় আড়াই হাজার স্থানে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। শনিবার সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর কাঁচিঝুলি আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়।
প্রথম জামাতের ইমামতি করবেন হাফেজ মুফতি আবদুল্লাহ আল মামুন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।
এছাড়াও ঐতিহ্যবাহী বড় মসজিদে সাড়ে ৮টায়, আকুয়া বাইপাস মাদানীনূর মার্কাজ মসজিদ মাঠে সকাল ৭টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
জেলার বড় বড় স্থানে ঈদের নামাজে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
