Logo
Logo
×

সারাদেশ

নদীতে ঝাঁপ দিয়ে কলেজছাত্রী নিখোঁজ

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১১:১৭ পিএম

নদীতে ঝাঁপ দিয়ে কলেজছাত্রী নিখোঁজ

বগুড়ার শাজাহানপুরে নদীতে ঝাঁপ দিয়ে সানজিদা খাতুন (১৭) নামে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ায় বাড়ির কাছে করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যার পর পর্যন্ত নদীতে তল্লাশি করে তার সন্ধান পায়নি।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, সানজিদা খাতুন বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলাম লিটনের মেয়ে। তিনি শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। শুক্রবার দুপুরে পারিবারিক কোনো বিষয় নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে সানজিদার ঝগড়া হয়। এরপর তিনি বাড়ি থেকে বের হয়ে যান। বিকাল সাড়ে ৩টার দিকে সানজিদা খাতুন বাড়ির কাছে করতোয়া নদীতে ঝাঁপ দেন।

এলাকাবাসী টের পেয়ে সঙ্গে সঙ্গে নৌকা নিয়ে নদীতে তল্লাশি শুরু করেন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল নদীতে ছাত্রীকে খোঁজেন। সন্ধ্যার দিকে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে নেমে তল্লাশি করেও ছাত্রীর সন্ধান পাননি। এ সময় নদীর পাড়ে স্বজনরা আহাজারি করেন।

বগুড়ার শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে কলেজছাত্রী সানজিদা খাতুন নদীতে ঝাঁপ দিয়েছেন। সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল নদীতে তল্লাশি করে তাকে উদ্ধার করতে পারেনি। শনিবার সকালে ঈদুল আজহার নামাজের পর আবারো নদীতে ডুবুরি নামবে। ঈদের আগে এমন ঘটনায় ছাত্রীর পরিবার ও এলাকাবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম