Logo
Logo
×

সারাদেশ

গোর-এ শহীদ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

Icon

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১১:৫৫ এএম

গোর-এ শহীদ ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

ছবি : যুগান্তর

আয়তনের দিক থেকে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় হাফেজ মাওলানা মাহফুজুর রহমানের ইমামতি এ নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষ দেশের অগ্রগতি, মুসলিম উম্মাহ ও ফিলিস্তিনি জনগণের শান্তি কামনা করে মোনাজাত করা হয়। 

২২ একর আয়তন বিশিষ্ট এ ঈদগাহে ১৯৪৭ সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১৭ সাল থেকে আধুনিক নির্মাণশৈলীতে এ ঈদগাহে বৃহৎ পরিসরে ঈদের জামাত শুরু হয়।

ঈদের নামাজের জন্য শনিবার সকাল থেকেই গোর-এ শহীদ ময়দানে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। নিরপত্তার স্বার্থে ঈদগাহের বিভিন্ন প্রবেশপথে মুসল্লিদের তল্লাশি করে মাঠে প্রবেশ করতে দেওয়া হয়।

প্রখর রোদ আর তীব্র গরমের মধ্যেও বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে এ ঈদের জামাতে। 

নামাজ আদায় শেষে মুসল্লি মাহবুবুর রহমান বলেন, ‘বৃহৎ জামাতে নামাজ আদায়ে সওয়াব বেশি।’ মুসল্লি আলমগীর হোসেন বলেন, ‘তীব্র রোদে নামাজ শেষে আমরা মহান আল্লাহপাকের কাছে দোয়া করেছি।’ 

এদিকে, সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে ঈদের জামাত সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঈদ জামাতের আয়োজকরা।

দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ ঈদের জামাত সম্পন্ন করার জন্য সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। নামাজ সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য সকলেই সহযোগিতা করেছেন।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম