Logo
Logo
×

সারাদেশ

জালে আটকে ছিল সাড়ে ৭ ফুট লম্বা অজগর, অতঃপর?

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৩:৪৩ পিএম

জালে আটকে ছিল সাড়ে ৭ ফুট লম্বা অজগর, অতঃপর?

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের উত্তর মছজিদ্দা এলাকা থেকে একটি সাড়ে সাত ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছে স্নেক রেস্কিউ টিমের সদস্যরা। শুক্রবার সকাল ১০টার দিকে স্নেক রেস্কিউ টিমের তিনজন সদস্য এসে অজগরটি উদ্ধার করে। পরে কুমিরা সংরক্ষিত বনাঞ্চলে সেটি অবমুক্ত করা হয়।

সাপ উদ্ধারকারী দলটির নেতৃত্ব দেন সিদ্দিকুর রহমান ওরফে রাব্বি।

সরেজমিনে দেখা যায়, উত্তর মছজিদ্দা স মিলের কাছে একটি সবজি খেতের জালের সঙ্গে পেঁচিয়ে যায় অজগরটি। স্থানীয় উৎসুক জনতা অজগরটি দেখার জন্য ভিড় করে। সাপ উদ্ধারকারী দলের তিন সদস্য এসে অজগরটির মাথা চেপে ধরে জাল কেটে সেটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে। পরে একটা বস্তা বন্দি করে সিএনজিচালিত অটোরিকশায় চেপে কুমিরা বন বিভাগের কার্যালয় এলাকায় নিয়ে যায়। পরে সেটিকে কুমিরার সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

যে কৃষকের জালে অজগরটি আটকা পড়ে তার নাম ভীম দাস। তিনি বলেন, ওই সবজি খেতের পাশেই একটি ঘরে আমি হাঁস-মুরগি পালন করি। মূলত হাঁস-মুরগি খাওয়ার জন্য অজগরটি পাশের কারখানার দেওয়াল পেরিয়ে এসে পড়ে। সকালে আমি খেতে গেলে ফোঁস ফোঁস শব্দ শুনতে পায়। পরে গিয়ে দেখি, লম্বা একটি অজগর জালের সঙ্গে পেঁচিয়ে রয়েছে। আশপাশের লোকজন জানতে পেরে সবাই অজগরটিকে দেখতে আসে।

সাপ উদ্ধারকারী দলের সদস্য সিদ্দিকুর রহমান বলেন, শুক্রবার সকালে এক ব্যক্তি ফোনে অজগরের বিষয়টি আমাকে জানায়। ফোনকলের এক ঘণ্টার মধ্যে আমরা তিনজন ঘটনাস্থলে পৌঁছায়। পরে অজগরটি উদ্ধার করি।

তিনি আরও বলেন, ‘অজগরটির সাড়ে সাত ফুট লম্বা। ওজন সাড়ে সাত কেজির মতো। অজগরটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম