Logo
Logo
×

সারাদেশ

কুরবানির পশু কাটার সময় একজনের মৃত্যু

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৮:১৮ পিএম

কুরবানির পশু কাটার সময় একজনের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে কুরবানির পশু কাটার সময়ে আব্দুল হাই শেখ (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে ঘটনাটি ঘটে। তিনি একই এলাকার গোলাপ শেখের ছেলে।

মৃতের নিকটাত্মীয় মো. শরীফ উদ্দীন জানান আব্দুল হাই চাঁদনীমুখা ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। পরক্ষণে প্রতিবেশী খালিদ হোসেনের ডাকে সাড়া দিয়ে তার পশু কুরবানিতে অংশ নেয়। একপর্যায়ে চামড়া ছাড়ানো শেষ হলে তিনি মাংস কাটার সময়ে হৃদরোগে আক্রান্ত হন।

দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। তবে সাতক্ষীরা পৌঁছানোর আগেই পথিমধ্যে আব্দুল হাইয়ের মৃত্যু হয়।

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম তার মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, দুই পুত্র ও কন্যার জনক আব্দুল হাইকে শনিবার বিকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম