Logo
Logo
×

সারাদেশ

ঈদের দিন খেলতে গিয়ে একসঙ্গে প্রাণ গেল দুই শিশুর

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১০:২২ পিএম

ঈদের দিন খেলতে গিয়ে একসঙ্গে প্রাণ গেল দুই শিশুর

শেরপুরের শ্রীবরদীতে ঈদের দিন খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার ৩নং কাকিলাকুড়া ইউনিয়নের মলামারি গ্রামে ডোবার পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- শ্রীবরদী উপজেলার মলামারি এলাকার ইয়ানুর মিয়ার ছেলে স্বাধীন (৫) ও একই এলাকার শাহজালাল মিয়ার ছেলে আরশাফুল (৫)।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে বাড়ির পাশে খেলতে যায় শিশু স্বাধীন ও আরশাফুল। খেলার এক পর্যায়ে বাড়ির পাশে জমে থাকা ডোবার পানিতে পড়ে যায় তারা। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে এবং ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম