Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে পরিত্যক্ত ডোবায় দুই শিশুর লাশ

Icon

শেরপুর উত্তর প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৪:৪৫ এএম

শেরপুরে পরিত্যক্ত ডোবায় দুই শিশুর লাশ

প্রতীকী ছবি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ডোবার পানিতে পড়ে দুই শিশু নিখোঁজের তিন ঘন্টা পর তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ জুন) বিকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মলামারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—মলামারি এলাকার ইয়ানুর মিয়ার ছেলে স্বাধীন (৫) ও একই এলাকার শাহজালাল মিয়ার ছেলে আরশাফুল (৬)।

নিহতদের পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশে খেলতে যায় স্বাধীন ও আরশাফুল। খেলার একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবায় পড়ে যায়। দীর্ঘ সময় ধরে তাদের না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নিখোঁজের তিন ঘন্টা পর সন্ধায় ডোবা থেকে ওই দুই শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম