Logo
Logo
×

সারাদেশ

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

Icon

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১২:৩০ পিএম

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

প্রতীকী ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে টুটুল (৩৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার শিদলাই ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত টুটুল উপজেলার দুলালপুর ইউনিয়নের সিঙ্গারছড়া এলাকার মো. মোস্তফা মিয়ার ছেলে।

রোববার রাতে শিদলাই ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টুটুল দীর্ঘদিন ধরে শিদলাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মামার বাড়িতে থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। রোববার মাগরিবের নামাজের পর সিরাজ মাস্টারের বাড়ির গ্যারেজে অটোরিকশায় চার্জ দিতে যান তিনি। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন টুটুল।

গ্যারেজের অন্য চালকরা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুটুলের ডান হাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোড়ার চিহ্ন ছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম