মেঘনায় জেলের জালে ২১ কেজির কোরাল মাছ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০২:৪০ পিএম

সংগৃহীত ছবি
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ধরা পড়েছে এক বিশাল আকৃতির কোরাল মাছ। ওজনে ২১ কেজি হওয়া এ মাছটি স্থানীয় বাজারে নিলামের মাধ্যমে ২৯ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি কেজিপ্রতি ১,৪০০ টাকায় কিনে নেন স্থানীয় ব্যবসায়ী আলতাফ বেপারি।
রোববার রাতে নিঝুমদ্বীপ ইউনিয়নের মেঘনা নদীতে জাল ফেলেন স্থানীয় জেলে জামশেদ মাঝি। পরদিন সোমবার সকালে নামার বাজারে ইব্রাহিম মৎস্য আড়তে মাছটি নিয়ে এলে নিলামের আয়োজন করা হয়।
ইব্রাহিম মৎস্য আড়তের পরিচালক মো. সোহেল জানান, ‘জেলে জামশেদ মাঝি ২১ কেজি ওজনের একটি বিরল কোরাল মাছ আমাদের আড়তে নিয়ে আসেন। নিলামে তা ২৯ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়। সাধারণত ১৭-১৮ কেজির কোরাল মাঝে মাঝে দেখা যায়, কিন্তু এ বছর এত বড় কোরাল এই প্রথম।’
আড়তের স্বত্বাধিকারী মো. ইব্রাহিম বলেন, ‘নিঝুমদ্বীপ ইউনিয়নের জেলেরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। মেঘনা নদীতে প্রায়ই বড় আকৃতির মাছ পাওয়া যায়। এবার বড় কোরাল পাওয়ায় দামে অনেক ভালো মিলেছে। এতে স্থানীয় জেলেদের মধ্যে উৎসাহ বাড়বে।’
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, ‘সরকার যে সময়োপযোগী নিষেধাজ্ঞা জারি করেছে, তা বাস্তবায়নের ফলে নদী ও সাগরে বড় মাছের প্রাচুর্য দেখা যাচ্ছে। মেঘনায় এখন বড় বড় পাঙাশ ও কোরাল নিয়মিত ধরা পড়ছে। এই ধারা অব্যাহত থাকলে জেলেদের আয় বৃদ্ধি পাবে এবং মৎস্যসম্পদও রক্ষা পাবে।’