রহনপুর বাজারে আম কেনাবেচা বন্ধ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০২:৪২ পিএম

ছবি : যুগান্তর
চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় বৃহত্তম আম বাজার রহনপুর রেলস্টেশন। এ বাজারে সোমবার সকাল থেকে আম কেনাবেচা বন্ধ রয়েছে। মূলত আড়তদারদের কমিশন নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে আম চাষিরা।
বৃহৎ এ বাজারে আম ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে যাওয়ার বিপাকে পড়েছে দূরদূরান্ত থেকে আসা চাষিরা।
সরজমিন পরিদর্শন করে দেখা গেছে, আম কেনাবেচা বন্ধ থাকায় রহনপুর-ভোলাহাট আঞ্চলিক সড়কের দুপাশে শতশত আম ভর্তি ভ্যানগাড়ি দাঁড়িয়ে রয়েছে। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা আমচাষি সমিতির সভাপতি মাইনুল বিশ্বাস বলেন, গত ৫ জুন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তকে অমান্য করে স্থানীয় আড়তদাররা সোমবার থেকে কমিশন নেওয়া শুরু করে। এর জেরে আমরা আম কেনাবেচা বন্ধ রেখেছি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ না নিলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাবো।
রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সভাপতি আবদুল আজিজ বলেন, রোববার চাঁপাইনবাবগঞ্জের চারটি ও নওগাঁর একটি আমবাজারের আড়তদারগণ সভা করেছে। ওই সভায় সোমবার থেকে কমিশন নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়, যা আজ সকাল থেকে কার্যকর করা হয়েছে। আমরা কমিশনের মাধ্যমে আম ক্রয় অব্যাহত রেখেছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি বলেন, ‘আমরা দুপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করার চেষ্টা করছি।’