রায়পুরে দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৩:০০ পিএম

ছবি : যুগান্তর
লক্ষ্মীপুরের রায়পুরে মাদক ও ডাকাতিসহ একাধিক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জাকারিয়া ওরফে হোন্ডা সজিবকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আর সোমবার সকালে সজিবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সজিব রায়পুর পৌরসভার দক্ষিণ দেনায়েতপুর এলাকার শফিক মিয়ার ছেলে।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া জানান, মাদক কারবারি সজিবের বিরুদ্ধে মাদক, চুরি ও ডাকাতিসহ অন্তত ছয়টি মামলা রয়েছে। সম্প্রতি তিন মামলায় সজিবকে ১০ বছরের সাজা দেওয়া হয়। তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
সাজা এড়াতে সজিব দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলেও জানান ওসি।