Logo
Logo
×

সারাদেশ

কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৩:০৮ পিএম

কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন

প্রতীকী ছবি

নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের চকগোয়াশ গ্রামের এক কিশোরী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সোমবার এ বাল্যবিবাহ বন্ধ হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চকগোয়াশ গ্রামের শাকিল আলীর মেয়ে সুমাইয়ার (১৭ বছর ছয় মাস) সঙ্গে একই গ্রামের মুসাউর রহমানের ছেলে শরাফাত আলী শাওনের (২৩) বিয়ে ঠিক হয়। দুপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার সকালে বিয়ের আয়োজন করা হয়। এ উপলক্ষে খাওয়া-দাওয়ার আয়োজনও চলছিল।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভার নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার কনের বাড়িতে ছুটে যান। এ সময় বাগাতিপাড়া মডেল থানা পুলিশের একটি টিম তার সঙ্গে ছিলেন। সেখানে গিয়ে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়ায় বিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে কনের বাবা শাকিল আলীর থেকে অঙ্গীকার নামা নেওয়া হয়।

ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা বিষয়টি নিশ্চিত করেছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম