টঙ্গীবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৬:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পানিতে ডুবে আয়াত (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার আউটশাহী ইউনিয়নের মুসল্লিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি গ্রামের রাসেল ছৈয়ালের ছেলে।
আয়াতের মা শিলা বেগম জানান, সকাল ৮ টার দিকে আয়াত খাবার খেয়ে ঘরের উঠনো খেলা করছিল। এক ঘন্টা পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখা যায়।
এরপর স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।
