Logo
Logo
×

সারাদেশ

বিজিএমইএর নবনির্বাচিত সভাপতিকে নিজ উপজেলায় সংবর্ধনা

Icon

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১১:০২ পিএম

বিজিএমইএর নবনির্বাচিত সভাপতিকে নিজ উপজেলায় সংবর্ধনা

বিজিএমইএর নবনির্বাচিত সভাপতিকে ফুল দেওয়া হচ্ছে। ছবি: যুগান্তর

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক শিল্প মালিকদের সংগঠনের (বিজিএমইএ) সভাপতি নির্বাচিত হওয়ায় বিএনপির কেন্দ্রীয় উপ-কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুকে দল, ব্যক্তি ও সংগঠনের পক্ষে থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। 

সোমবার দুপুর পর্যন্ত তাকে শুভেচ্ছা জানানো। এর আগে রোববার সন্ধ্যায় বাবু খান জীবননগর উপজেলার আন্দুলবাড়ীর নিজ গ্রামে এলে শুরু হয় সংবর্ধনা জানানো। 

এর মধ্যে প্রথমে উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন ও সাধারণ সম্পাদক শাহজাহান আলীর নেতৃত্বে জীবননগর উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান বলেন, দেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের এলাকার কৃতি সন্তান। তার এই বিজয় পোশাক শিল্পের উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে। এটি আমাদের গর্বের বিষয়।

এরপর জীবননগর উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ইউনিট থেকে শুভেচ্ছা জানানো হয়।

অন্যদিকে দামুড়হুদা উপজেলা, ইউনিয়ন ও দর্শনা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাবু খানকে শুভেচ্ছা জানান।

এছাড়া জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহাতাব মানিকের নেতৃত্বে বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি বাবু খানকে    ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

এ সময় মাহমুদ হাসান খান বাবু সবার উদ্দেশে বলেন, এ বিজয় শুধু আমার নয়, এ বিজয় চুয়াডাঙ্গার জনগণের।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম