হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই, পুলিশের ওপর হামলায় জড়িত কারা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১১:৩৬ পিএম

নোয়াখালীর হাতিয়ায় পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ পরিহিত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি শুধু একটি দুঃসাহসিক ছিনতাই নয়, বরং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সরাসরি হামলার একটি স্পষ্ট উদাহরণ।
এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সূত্র অনুযায়ী, রোববার (৮ জুন) রাতে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. মিরাজ উদ্দিনকে গ্রেফতার করতে অভিযানে নামে জাহাজমারা পুলিশ ফাঁড়ির একটি দল। নতুন সূখচর বাজার এলাকা থেকে তাকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নেওয়ার পথে বাধে বিপত্তি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঠিক সেই মুহূর্তে মো. ইয়াছিনের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশ সদস্যদের ওপর আক্রমণ চালায়। হামলাকারীরা ইট-পাটকেল ছুড়ে এবং শারীরিকভাবে আঘাত করে পুলিশ সদস্যদেরকে জখম করে। একপর্যায়ে তারা হ্যান্ডকাপসহ আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আহতদের মধ্যে রয়েছেন এএসআই অভিজিৎ বড়ুয়া ও পুলিশ সদস্য সুজন কান্তি নাথ। ঘটনার পরপরই জাহাজমারা পুলিশ ফাঁড়ি থেকে অতিরিক্ত ফোর্স গিয়ে তাদের উদ্ধার করে এবং হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা জানান, এটি একটি ভয়ঙ্কর এবং নজিরবিহীন ঘটনা। শুধু আসামি ছিনতাই নয়, এটি পুলিশের ওপর পরিকল্পিত হামলা। আমরা ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেছি। আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ছিনতাই হওয়া আসামি মো. মিরাজ উদ্দিন (৩২), হাতিয়ার নতুন সূখচর গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা চলমান ছিল।