Logo
Logo
×

সারাদেশ

একশ টাকায় ফ্রিজ পেলেন নারায়ণ

Icon

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০১:৩৭ এএম

একশ টাকায় ফ্রিজ পেলেন নারায়ণ

মাত্র একশ টাকায় একটি ফ্রিজ পেলেন নারায়ণ চন্দ্র সরকার। সোমবার জেএন উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি ১৯৯২ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে একশ টাকায় একটি লটারির টিকিট কেটে এ পুরস্কার পান তিনি।

নারায়ণ চন্দ্র সরকার উপজেলার কান্দি ইউনিয়নের শিমুলতলা বাজারের সুধাম চন্দ্র সরকারের ছেলে। পুরস্কার পেয়ে আবেগে আপ্লুত হয়ে ফ্রিজ নিয়ে বাড়ি ফেরেন তিনি।

এর আগে “বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক চিরকাল” এই শ্লোগান সামনে রেখে এসএসসি ১৯৯২ ব্যাচের আয়োজনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শুরুতে বন্ধুদের বরণ, রেজাউল করিম সম্পাদনায় স্মৃতির পাতায়-৯২ নামে একটি করে বই সবার কাছে বিতরণ করা হয়। ৩৩ বছর পর হারিয়ে যাওয়া বন্ধুদের কাছে পেয়ে অনেকে পুরনো স্মৃতির কথায় মেতে উঠে। ব্যক্তিগত ও পারিবারিক বিষয় খোঁজ-খবর নেন। বয়সের ভারে অনেকে ক্লান্ত হলেও পুরনো বন্ধু-বান্ধবীর সান্নিধ্য পেয়ে কিছুক্ষণের জন্য হারিয়ে যায় সেই শৈশবের দুরন্তপনা বয়সে।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ স্মৃতির পাতায়-৯২ বইতে তার বাণীতে বলেন, আমরা পীরগাছা উপজেলার ১৯৯২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টায় একই মঞ্চে দাঁড়াতে এসএসসি-৯২ নামে একটি সংগঠন গড়েছি। আমাদের আশা-আকাঙ্ক্ষা অনেক। সবার ইচ্ছাগুলোকে একত্রিত করে সর্বস্তরের বঞ্চিত মানুষদের আলোকিত করাই হবে-আমাদের মূল্য লক্ষ্য।

স্মৃতির পাতায়-৯২ বইতে শ্রদ্ধেয় শিক্ষাগুরু পীরগাছা কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহ মো. আইয়ুব হোসেন ও উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল ওয়াহেদ, পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মাহবুবার রহমান ও মো. মতিয়ার রহমান তাদের পৃথক পৃথক শুভেচ্ছা বাণী প্রদান করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম