Logo
Logo
×

সারাদেশ

সাতার শিখতে গিয়ে বাবার সঙ্গে মারা গেলেন ভিকারুননিসার ছাত্রী

Icon

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০২:৩৪ এএম

সাতার শিখতে গিয়ে বাবার সঙ্গে মারা গেলেন ভিকারুননিসার ছাত্রী


মৌলভীবাজারের জুড়ীতে মেয়েকে সাতার শিখাতে নেমে পুকুরের পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে ঘটেছে।

মৃতরা হলেন- হামিদপুর গ্রামের মৃত খুর্শীদ আলীর পুত্র বাবুল আহমদ (৫৮) ও বাবুল আহমদের মেয়ে হালিমা আক্তার (১৮)। হালিমা ঢাকা ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

জানা যায়, বাবুল আহমদ তার ২য় মেয়ে হালিমাকে সাতার শিখাতে পুকুরে নামেন। এক পর্যায়ে তারা পানির গভীরে গিয়ে আর উঠেননি। বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে পানি থেকে তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত বাবুল আহমদের ছোট ভাই বদরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল হক গণমাধ্যমকে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বাবা-মেয়ের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম