উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে পিটিয়ে জখম

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:২৫ এএম

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাতে হওয়া এ হামলায় গুরুতর আহত হয়েছেন ছাত্রদলের এ নেতা।
সংশ্লিষ্টরা বলছেন, পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। তবে কে
বা কারা এ হামলা চালিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সোমবার রাতে ধোবাউড়া থেকে কাশিনাথপুর নিজ বাড়িতে যাচ্ছিলেন
জালাল উদ্দিন। তিনি দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় পৌঁছেলে তার গতিরোধ
করেন কয়েকজন। পরে দেশীয় অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে জালাল উদ্দিনকে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এদিকে, হামলার বিষয়টি জানাজানি হলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা হাসপাতালে
ছুটে যান। হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।
হামলার সময় জালাল উদ্দিনের সঙ্গে থাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন
হাসান বলেন, ‘জালাল ভাই খুবই সহজ সরল মানুষ। তার ওপর এমন হামলা মেনে নেওয়া যায় না।
আমরা দোষিদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়।’
ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে, এখন পর্যন্ত
কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’