Logo
Logo
×

সারাদেশ

অটোরিকশা-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

Icon

যুগান্তর প্রতিবেদন, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১১:০০ এএম

অটোরিকশা-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার রাতে উপজেলার তারাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তারাবো সুলতানবাগ এলাকার শাহরিয়ার হাসান আকাশ (২৯) ও অটোরিকশা চালক অজ্ঞাত (৩৫)। আহতরা হলেন, সায়মন (২৯) ও তামিম সরকার (২৯)। তারা আকাশের বন্ধু বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুই বন্ধুকে সঙ্গে নিয়ে সোমবার রাতে তারাবো বিশ্বরোড এলাকা থেকে অটোরিকশাযোগে সুলতানবাগ এলাকার বাড়িতে ফিরছিলেন আকাশ। তিন চাকার যানটি তারাবো এলাকার সাইফিং ফ্যাক্টরির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশা চালক। আহত হয় আকাশ ও তার দুই বন্ধু। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আকাশকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ‘ঘাতক মাইক্রোবাসটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম