Logo
Logo
×

সারাদেশ

বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১১:৪৪ এএম

বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতার নেতৃত্বে এক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ব্যবসায়ী।

সোমবার দুপুরে পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের বিড়লদহ হাতিনাদা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আর সন্ধ্যায় সেনাবাহিনীর একটি টিম ও পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম আবদুল হান্নান। তিনি হাতিনাদা গ্রামের বাসিন্দা। আর অভিযুক্ত রফিকুল ইসলাম পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়ন বিএনপির সহসভাপতি পদে রয়েছেন।

সোমবার রাতে পুঠিয়া থানায় দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, গত ৫ আগস্টের পর বানেশ্বর ইউনিয়ন বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। তবে তা দিতে অস্বীকার করে আসছিলেন এ ব্যবসায়ী। এরপরও বিএনপি নেতা ব্যবসায়ীকে চাঁদার জন্য মাঝে মধ্যেই তাগাদা দিয়ে আসছিলেন।

গত ৯ জুন বিকালে বিএনপি নেতা রফিকুলের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল ব্যবসায়ী আব্দুল হান্নানের হাতিনাদা গ্রামের বাড়িতে হানা দেয়। তারা প্রথমে হান্নানের বাড়ির সবকটি ঘরে লুটপাট চালিয়ে ভাঙচুর করে। পরে বাড়ির পেছনের দুটি ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ব্যবসায়ী হান্নান ও তার পরিবারের সদস্যরা প্রাণভয়ে প্রতিবেশীর একটি ধানের চাতালে আশ্রয় নেন। অগ্নিসংযোগের ফলে বাড়ির একটি ছাগল পুড়ে মারা গেছে। আরেকটি দগ্ধ হয়েছে।

ব্যবসায়ী আবদুল হান্নানের অভিযোগ, বিএনপি নেতা রফিক ও তার অনুসারীরা বাড়ির মূল্যবান সব জিনিসপত্র লুট করে নিয়ে গেছেন। যেগুলো নিয়ে যেতে পারেনি সেগুলো ভাঙচুর করে নষ্ট করে গেছেন।

তিনি বলেন, ‘বিএনপি নেতা রফিকুলের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। আমি আওয়ামী লীগের কোনো রাজনীতিও করি না। তবে সমর্থন করি। আমার কোনো পদ নেই। আমার বিরুদ্ধে কোনো মামলাও নেই। আমার অপরাধ এটুকুই। গত ৫ আগস্টের পর থেকে রফিকুল পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে সকাল-বিকাল বিরক্ত করে আসছিল। সর্বশেষ গত ৯ জুন সকালেও তিনি চাঁদা পরিশোধের তাগাদা দিয়েছে। আমি তাকে সাফ জানিয়ে দিয়েছিলাম জীবন গেলেও এক টাকা চাঁদা দিব না। বিকালেই সে আমার বাড়িতে তাণ্ডব চালালেন। আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করলেন।’

অভিযোগের বিষয়ে জানতে বিএনপি নেতা রফিকুলের ব্যবহৃত নাম্বারে একাধিকবার কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

পুলিশ বলছে, রফিকুল ও তার সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়েছে।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, ‘ঘটনাটি আমার এলাকাতেই ঘটেছে। আমি লোকমুখে শুনেছি। রফিকুল যদি সত্যিই এ অপকর্ম করে থাকে আমরা দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, ‘ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সোমবার রাতে রফিকুল ইসলামসহ আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম