Logo
Logo
×

সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, নিহত ১

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০১:২৫ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, নিহত ১

প্রতীকী ছবি

বাগেরহাটের ফকিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে বাসের এক যাত্রী নিহত ও চালকসহ আটজন আহত হয়েছেন।

সোমবার রাত আড়াইটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসের যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। তবে, তার আনুমানিক বয়স ৩৫ বছর।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জমান বলেন, রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহণের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। বাসটি মূলঘর এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হন। এ সময় চালকসহ আটজন আহত হয়। আহতদের মধ্যে ছয়জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘বেলা ১১টা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তার পরিবারের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ বাসটিকে থানায় নিয়ে আসা হয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম