পড়ে গিয়ে আহত শিক্ষাবিদ যতীন সরকার, হাসপাতালে ভর্তি
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৫, ০১:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার (৯০) পড়ে গিয়ে আহত হয়েছেন। ঊরুর হাড়ে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি গত শনিবার রাত থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থা ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার
তার অস্ত্রোপচার হতে পারে।
অধ্যাপক যতীন সরকার বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।
এছাড়া তিনি দীর্ঘদিন ধরে পলি আর্থ্রাইটিসেও ভুগছিলেন। কয়েক মাস আগে বেশ কিছু কারণে
তার শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপর কিছুটা সুস্থ হলে তিনি নেত্রকোনা শহরের সাতপাই
এলাকার নিজ বাড়িতে বসবাস করছিলেন।
যতীন সরকারের স্ত্রী কানন সরকার জানান, গত বৃহস্পতিবার দুপুরে শোবার
কক্ষে সামনে বারান্দা থেকে পত্রিকা আনতে গিয়ে তিনি পড়ে যান। এতে তার রাইট ফিমার নেক
ফ্যাকচার হয়। এরপর গত শনিবার তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা
জানিয়েছেন, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার
তার শরীরে জটিল অস্ত্রোপচার হতে পারে।
যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে
জন্মগ্রহণ করেন। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এ শিক্ষক সুদীর্ঘকাল
ধরে মননশীল সাহিত্যচর্চা, বাম রাজনীতি এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছেন।
তিনি দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন
করেন।
লেখক হিসেবে যতীন সরকার ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা
একাডেমি সাহিত্য পদক, ড. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, মনিরুদ্দীন
ইউসুফ সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।
