বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ৩ বন্ধুর

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৫, ০১:৩০ পিএম

নরসিংদীর শিবপুরে বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের জামাল
উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২), একই গ্রামের বদরুদ্দিনের ছেলে আশিক (২২) ও বাবুল
মিয়ার ছেলে অপু (২০)। তারা তিনজন বন্ধু বলে জানা গেছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার তিন বন্ধু এক
মোটরসাইকেলযোগে খেলার সামগ্রী কেনার জন্য নরসিংদী যান। সেখান থেকে কেনাকাটা শেষে মোটরসাইকেলে
করে বাড়ি ফিরছিল তারা। দুই চাকার যানটি বান্ধারদিয়া পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে বিপরীত
দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর
আহত হন তিন বন্ধু।
স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে
শিবপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক সাইফুল ও আশিককে মৃত ঘোষণা
করেন। আহত অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার
পথে অপুও মারা যান।
শিবপুর মডেল থানার ওসি আলফাস হোসেন বলেন, ‘নিহত তিনজনের লাশ থানায় আছে।
সেগুলো মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’