Logo
Logo
×

সারাদেশ

শসা চুরি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Icon

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০১:৩০ পিএম

শসা চুরি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের দক্ষিণ পাড়ায় এ সংঘর্ষ হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শসা চুরি নিয়ে এ সংঘর্ষ হয়েছে।

নাসিরনগর থানার ওসি মো. খাইরুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রীঘর গ্রামের সরকার বাড়ির জুয়েল মিয়া নিজের বাড়ির পাশে শসা চাষ করেন। গত কয়েক দিন ধরে রাতের বেলায় ওই খেত থেকে শসা চুরি হচ্ছে। পরে জানা যায় বড় হাটি সমাজের  কয়েকজন যুবক এ কাজ করেছে। বিষয়টি নিয়ে বিচার চাওয়া হয় বড় হাটি সমাজের কাছে। কিন্তু, বড় হাটি সমাজ এর বিচার দিতে নারাজ।

মঙ্গলবার সকালে বড় হাটি সমাজের লোকজন হামলা চালায় সরকার বাড়ির উপর। যা পরে এলাকায় ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। এতে নারী-শিশুসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে গুরুতর আহতরা হলেন মাসুক মিয়া, আমিন মিয়া, লদন মিয়া, সারোয়ার, জান আলম, রজব আলী, সাকিব, ফুল জাহান, কাদির, এমরান, ছাদেক, বিং রাজ বেগম, হাসান, ছালেক, হাফিজ, নজরুল, ইমন, আজাদ ও আজিজ।

ওসি মো. খাইরুল আলম বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম