Logo
Logo
×

সারাদেশ

মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৩:২৭ পিএম

মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

প্রতীকী ছবি

পাবনার চাটমোহরে মাইক্রোবাসের চাকায় পিষ্ট জহুরুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার বোয়াইলমারী গোনস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরুল উপজেলার হরিপুর কুঠিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার ভোরে ব্যাটারিচালিত ভ্যানযোগে ছাইকোলা হাটে আম বিক্রি করতে যাচ্ছিলেন জহুরুল। ভ্যানটি বোয়াইলমারী গোনস্থান এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত যানটিতে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে জহুরুল। এ সময় মাইক্রোবাসটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার বলেন, ‘নিহতের পরিবারের লোকজন থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম