Logo
Logo
×

সারাদেশ

টিস্যু নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৩:৩৩ পিএম

টিস্যু নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সংঘর্ষে জড়িয়েছে দুদল গ্রামবাসী। সোমবার রাতে সরাইল-লাখাই সড়কের পাঠানপাড়া মোড়ে হওয়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষের এ ঘটনাকে কেন্দ্র করে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। তবে মঙ্গলবার সকাল নাগাদ এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।

স্থানীয়রা জানান, পাঠানপাড়া মোড়ে বেশ কিছু রেষ্টুরেন্ট গড়ে উঠেছে। সেখানে এরাবিয়ান ফুচকা হাউস নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। ওই রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। এর জেরে কুট্টাপাড়া ও পাঠানপাড়ার লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।

সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম