৪ লাখ ২৮ হাজার টাকার ষাঁড়ের চামড়া ৪৭০ টাকা!

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৭:২১ পিএম

ময়মনসিংহের গৌরীপুরে কুরবানির পশুর চামড়ার বাজারে ছিল না ট্যানারি শিল্পের কোনো প্রতিনিধি ও বেপারী (মহাজন)। ফলে ফরিয়া ও চামড়া বিক্রি করতে আসা সাধারণ মানুষ চামড়া নিয়ে বিপাকে পড়েন। চামড়ার বাজারমূল্যেও ধস নামে।
শ্যামগঞ্জের জয়নাল আবেদিন জানান, ৪ লাখ ২৮ হাজার টাকার ষাঁড়ের চামড়া বিক্রি হয়েছে ৪৭০ টাকায়।
গজন্দর গ্রামের মোস্তফা আহাম্মদ জানান, ১৯ হাজার টাকা মূল্যের খাসির চামড়া ১০ টাকায় বিক্রি করেছেন। বিভিন্ন মাদ্রাসা থেকে সংগৃহীত ৫২টি খাসির চামড়া বিক্রি হয়েছে ৫২০ টাকা।
সতিশা গ্রামের আমজাত আলী জানান, ২৯টি ষাঁড়ের চামড়া নিয়ে এসেছেন। এর মধ্যে ৩ লাখ টাকার ষাঁড়ের চামড়াও রয়েছে। বাজারের এসেছেন দুই ঘণ্টা হয়ে গেল, এখন পর্যন্ত কোনো পাইকার দাম বলেনি।
গাজীপুরের আব্দুস সবুর বলেন, চামড়ার একটা বেল্টের দাম ৩ হাজার থেকে ৮ হাজার টাকা। জুতা ২ হাজার টাকার নিচে নাই। শুধু নাই, গরিবের আনা চামড়ার দাম!
কোনাপাড়া গ্রামের আবুল হাসিম জানান, ২ লাখ ২০ হাজার টাকার গরুর চামড়া বিক্রি হয়েছে মাত্র সাড়ে ৪শ টাকা।
পুর্বদাপুনিয়ার আহাম্মদ আলী জানান, ২৮ হাজার টাকা মূল্যের খাসি। শখ করে সবাই ‘বাহাদুর’ নামে ডাকত। তার চামড়া বিক্রি করলাম ২০ টাকায়।
হাটশিরার আব্দুল্লাহ আল নুরী জানান, ১৯ হাজার টাকা মূল্যের খাসির চামড়া ৩০ টাকায় বিক্রি হয়েছে।
বোকাইনগর ইউনিয়নের আব্দুর রাজ্জাক জানান, ১ লাখ টাকা মূল্যের ষাঁড়ের চামড়া তিনি বিক্রি করেছেন মাত্র ৪শ টাকায়।