Logo
Logo
×

সারাদেশ

করোনাভাইরাস প্রতিরোধে আখাউড়া ইমিগ্রেশনে সতর্কতা জারি

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৭:২৩ পিএম

করোনাভাইরাস প্রতিরোধে আখাউড়া ইমিগ্রেশনে সতর্কতা জারি

প্রতিবেশী দেশগুলোতে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

ভারত থেকে আগত পাসপোর্টধারী যাত্রীদেরকে ইমিগ্রেশনের প্রবেশপথে হেলথ ডেস্কে স্বাস্থ্য পরীক্ষার জন্য থার্মাল স্ক্যানার বা ডিজিটাল হ্যান্ডহেল্ড থার্মোমিটার (নন-কন্টাক্ট পদ্ধতি) ব্যবহার করে শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। বাধ্যতামূলক করা হচ্ছে মাস্ক ব্যবহার।

একইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ইমিগ্রেশন হেলথ ডেস্কে নজরদারি ও স্বাস্থ্য সুরক্ষা বাড়ানো হয়েছে।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান বলেন, এ পথে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, মাস্ক পরা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সর্দি, কাশি বা জ্বর থাকলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাদের আতঙ্কিত না হয়ে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। একইসঙ্গে পাসপোর্টধারীদের নাম ও পাসপোর্ট নম্বর লিপিবদ্ধ করা হচ্ছে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে হেলথ ডেস্কে কর্তব্যরত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সাগরিকা মিস্ত্রী বলেন, কারও শরীরের তাপমাত্রা যদি ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি পাওয়া যায়, তাহলে তাকে স্বাস্থ্য বিভাগ কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থাও নিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবে এখনো পর্যন্ত এমন কোনো রোগী শনাক্ত হয়নি। 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮ থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের হেলথ ডেস্কে মেডিকেল টিম কাজ করছেন। মেডিকেল টিমের সদস্যরা ভারত থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম