আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৭:২৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। এতে আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
ঈদুল আজহা উপলক্ষে টানা চারদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে বন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।
আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, সকালে ১২টি ট্রাকে করে ২৮ হাজার ৫১৬ কেজি মাছ ভারতে রপ্তানি হয়। মাছ ছাড়াও ৪ গাড়ি আটা ও ময়দা ছাড়পত্র নিয়ে ভারতে প্রবেশ করে।
আখাউড়া কাস্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা মিল্টন গাঙ্গুলি জানাব, ঈদুল আজহা উপলক্ষে ৬ জুন থেকে ৯ জুন পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম ও আন্তর্জাতিক ইমিগ্রেশন পথে পাসপোর্টধারী যাত্রী পারাপার ছিল স্বাভাবিক।