যুগান্তর সাংবাদিক প্লাবনের বোনের দাফন সম্পন্ন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৭:৩১ পিএম

যুগান্তরের সিনিয়র সাংবাদিক রেজাউল করিম প্লাবনের ছোট বোন মোনালিসা মিনার দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় চিলমারীর পাত্রখাতা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
হঠাৎ অসুস্থ হয়ে মোনালিসা মিনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টার দিকে মারা যান।
মোনালিসা মীনা (২২) ইডেন মহিলা কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঈদের দিন প্রচণ্ড পেটের ব্যথা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রেফার্ড করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, ডায়াবেটিস বৃদ্ধির কারণে হার্ট ব্লকসহ প্যানক্রিয়াটাইটিস রোগে আক্রান্ত হয়েছিলেন এই মেধাবী শিক্ষার্থী।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার শরিফের হাট এমইউ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাসের পর ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পাস করেন।
তিনি কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের পাত্রখাতা গ্রামের শামসুল হক এবং মোছা. রেজিয়া খাতুনের কনিষ্ঠ কন্যা। চার ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে পুরো এলাকায়। ইডেন কলেজে সহপাঠী ও শিক্ষার্থীদের মধ্যেও বইছে শোকের ছায়া।
পড়ালেখার পাশাপাশি সংগীত এবং বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন মোনালিসা।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে সাংবাদিক সমাজ। রংপুর সাংবাদিক সমিতি ঢাকা, নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম ঢাকা, কুড়িগ্রাম সাংবাদিক সমিতি ঢাকা, রংপুর সাংবাদিক ইউনিয়ন, চিলমারী প্রেস ক্লাব, প্রেস ক্লাব চিলমারীসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।