বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে গিয়ে প্রাণ গেল আবিরের

রংপুর ব্যুরো
প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৮:৩৯ পিএম

রংপুর নগরীতে ঘাঘট নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করার সময় পানিতে ডুবে মো. আবির ইসলাম (২১) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে প্রয়াস পার্ক সংলগ্ন ঘাঘট নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ওই নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হন আবির।
মৃত আবির ইসলাম রংপুর নগরীর খলিফাপাড়া এলাকার মামুন ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদ আনন্দ করতে তিন বন্ধু মিলে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে দুই বন্ধু উঠে এলেও আবির উঠে না আসায় তার বন্ধুদের ডাকাডাকিতে আশপাশের মানুষ জড়ো হয়। বন্ধুরাসহ স্থানীয় লোকজন তাকে নদীতে খুঁজতে থাকে। পরে খুঁজে না পেয়ে বাকি বন্ধুরা ৯৯৯-এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে অবগত করে। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে আবিরের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি মো. আতাউর রহমান বলেন, নদী থেকে আবিরের মরদেহটি ফায়ার সার্ভিস উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।