পরিচালনা পর্ষদের প্রথম সভা
কপিলমুনি কলেজ উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়ন

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৯:০৩ পিএম

খুলনার পাইকগাছায় কপিলমুনি কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী কপিলমুনি কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজের কনফারেন্স
কক্ষে পরিচালনা পর্ষদের সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাকের
যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিশেষজ্ঞ পরীক্ষক আনোয়ার আলদীনের সভাপতিত্বে
এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি অধ্যক্ষ ও পর্ষদের
সদস্যসচিব হাবিবুল্লাহ বাহার পরিচালনা করেন।
সভায় কলেজের নানা সমস্যা চিহ্নিতের পাশাপাশি সমাধান বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে কলেজের মেয়েদের
কমনরুম, ল্যাবরেটরি, হোস্টেল, ক্লাসরুম, অভ্যন্তরীণ রাস্তাসহ প্রায় সবকিছু বেহালদশা
সেগুলোর সমাধানের বিষষে গুরুত্ব দেওয়া হয়।
পাশাপাশি কলেজের
আর্থিক বুনিয়াদ শক্তিশালী এবং দক্ষিণ খুলনার শ্রেষ্ঠ কলেজে উন্নীত করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়। এক কোটি টাকার আর্থিক ফান্ড গড়তে সাংবাদিক ও মানবাধিকার
কর্মী এসএস মুস্তাফিজুর রহমান পারভেজকে সমন্বয়ক করে ‘কপিলমুনি কলেজ কল্যাণ ফান্ড’
সৃষ্টি করা হয়। একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া কলেজের
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মাস্টার্স পর্যন্ত উন্নীতকরণ এবং সমাজকর্ম বিষয়ে অনার্স চালু
করার বিষয়ে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। ৫৮ বছরের ঐতিহ্যবাহী কলেজটিকে সার্বিক
উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে।
এ সময় উপস্থিত
ছিলেন—পাইকগাছা বিএনপির আহ্বায়ক ডাক্তার আব্দুল মজিদ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য
মো. তহিদুজ্জামান মুকুল, শেখ দ্বীন মাহমুদ, সাবরিনা আজমী স্বর্ণা, শেখ ইকবাল হোসেন,
অধ্যাপক মো. শফিউল আযম, শারমিন সুলতানা, আকরাম হোসেন জোয়াদ্দার, শিরিন সুলতানা, আব্দুল
কুদ্দুস, সাংবাদিক পারভেজ মোহাম্মাদ, জিএম আমিনুল ইসলাম, প্রেস ক্লাবের আহ্বায়ক এইচএম
শফিউল ইসলাম এস্কেন্দার মির্জা, ছাত্রনেতা দেবেন ঘোষ, আবু হুরাইরা বাদশা, অ্যাডভোকেট
আব্দুল হক এসকেন্দার, আবুল কাশেম হাজরা, যুবদল নেতা আবুল হোসেন, ছাত্রদলের সভাপতি দেবেন
ঘোষ ও জাহিদ হাসান উপস্থিত ছিলেন।
এদিকে কলেজ
পরিচালনা পরিষদের প্রথম সভায় কপিলমুনি কলেজ উন্নয়নকল্পে পরিচালনা পরিষদের সাবেক ছাত্র-ছাত্রী
ও বিশিষ্টজনদের নিয়ে কপিলমুনি কলেজ উন্নয়ন কমিটি গঠন করা হয়। এছাড়া কলেজ পরিচালনা
পরিষদের সাবেক সভাপতি ও অবৈধ ভোটের পতিত এমপি নুরুল হকের নামে কলেজ মাঠের নামকরণ বাতিল
করে কপিলমুনি কলেজ মাঠ নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।