Logo
Logo
×

সারাদেশ

নাসিরনগরে পাগলা কুকুরের কামড়ে আহত ৮

Icon

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৯:১৭ পিএম

নাসিরনগরে পাগলা কুকুরের কামড়ে আহত ৮

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ কমপক্ষে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। একই কুকুর এলাকার ৪টি গরুকেও কামড়ানোর খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বাট বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নুরপুর গ্রামে মঙ্গলবার সকালে স্থানীয় সড়কবাজার ও নুরপুর পশ্চিমপাড়া এলাকায় আকস্মিক একটি পাগলা কুকুর এসে কামড়াতে থাকে। এতে কমপক্ষে ৮ জন আহত হন।

আহতরা হলেন- রাফি মিয়া (০৫), হাফিজ মিয়া (৩৯), শেখ রাকমিনা (৪০), খায়রুল ইসলাম (৩), পবিয়া বেগম (৫) এবং মোছা. জীদ্দি বেগম (৭)। এছাড়া দুইজন পথচারী ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

স্থানীয় শিক্ষক আকবর হোসেন বলেন, একটি কালো রঙের পাগলা কুকুর হঠাৎ করে এলোমেলোভাবে লোকজনকে কামড়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উপজেলার গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহীন বলেন, পাগলা কুকুর কামড়ানোর ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আমরা স্থানীয়ভাবে কুকুরটিকে খুঁজে বের করার চেষ্টা করছি। বিষয়টি সমাধানের জন্য ইউএনও সাহেবের সঙ্গে কথা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বাট বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও)  জানিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। আমি স্থানীয় চেয়ারম্যানসহ সবাইকে অবগত করেছি। এছাড়া কুকুরটিকে খুঁজে বের করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম