Logo
Logo
×

সারাদেশ

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দেলাওয়ার হোসেন

দেশের মানুষ জামায়াতকে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৯:৫৬ পিএম

দেশের মানুষ জামায়াতকে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন বলেছেন, কুরআন প্রতিষ্ঠার মাধ্যমে শহীদের রক্তের বদলা নিতে চাই।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা জামায়াত ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত ১৬ বছরে আমাদের ওপর অনেক অন্যায় অত্যাচার, জেল-জুলুম, হামলা-মামলা গুম করা হয়েছে। আমাদের ভাইদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। অনেকে বলেছেন, রক্তের বদলে রক্ত, হত্যার বদলে হত্যা, কিন্তু আমরা বলেছি না। অবশ্যই আমাদের ভাইদের শাহাদাতের প্রতি ফোঁটা রক্তের বদলা আমরা নিতে চাই, সে বদলা হবে কুরআন প্রতিষ্ঠা করার মাধ্যমে। 

তিনি বলেন, ইসলাম বিজয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। দীর্ঘ লড়াই, সংগ্রাম ও কুরবানির মধ্য দিয়ে শাহাদাতের রক্তের ওপর দাঁড়িয়ে আজকে ইসলামী আন্দোলনের বিজয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এ সম্ভাবনাকে চূড়ান্ত বিজয়ে রূপদান করতে হবে সবাইকে।  

ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন বলেন, দেশের মানুষ উদগ্রীব হয়ে আছে, জামায়াতে ইসলামীকে ভোট দিতে। সব মানুষের একটাই কথা, সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ। 

তিনি বলেন, নিরব ভোট বিপ্লব ঘটানোর জন্য আগামীর সময় আমাদের জন্য অপেক্ষা করছে; কিন্তু সতর্ক থাকতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। কারণ আল্লাহ ততক্ষণ সে জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে। সুতরাং আপনাদেরকে সে চেষ্টা অব্যাহত রাখতে হবে।

দেলাওয়ার হোসেন বলেন, দীর্ঘ ১৬ বছর আমরা কষ্ট করেছি। জুলুমের শিকার হয়েছি। আমরা শাহাদাতবরণ করেছি, শীর্ষ নেতৃত্বকে হারিয়েছি। বছরের পর বছর আমরা জেল খেটেছি, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ৫ আগস্ট তার পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে বিজয় দান করলেন। এ বিজয়ের পর একের পর এক যে সিস্টেমগুলো আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সেগুলো আগামীর সম্ভাবনার বাংলাদেশ। আমাদের নিবন্ধন ফিরে পেয়েছি, প্রতীক ফিরে পেয়েছি, এটিএম আজহার ভাই মুক্ত হয়েছেন। তার মামলার রায়ের মাধ্যমে শুধু তিনি মুক্ত হননি, সারা বাংলাদেশকে মুক্ত করেছে। অতীতের মামলাগুলোর রায় ছিল ন্যায় ভ্রষ্ট রায়, উদ্দেশ্যপ্রণোদিত রায়, সেটি প্রমাণ হয়েছে।

আগামীতে কেউ যেন সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ মানুষকে কষ্ট দিতে না পারে সে লক্ষ্যে নেতাকর্মীদের সজাগ থাকার নিদের্শনা দিয়ে দেলাওয়ার হোসেন বলেন, যেখানে অন্যায় হবে ধৈর্য্য ধারণ করবেন, ধৈর্যের বাধ ভেঙে গেলে প্রতিরোধ গড়ে তুলবেন। প্রতিরাধে কাজ না হলে সেখানে লড়াই চলবে। লড়াইয়ের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে হবে।

অনুষ্ঠানে রুহিয়া থানা আমির আব্দুর রশিদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোস্তাফিজুরের সঞ্চালনায় বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম