Logo
Logo
×

সারাদেশ

পুকুরে মায়ের সঙ্গে গোসলে নেমে শিশুর মৃত্যু

Icon

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:১০ পিএম

পুকুরে মায়ের সঙ্গে গোসলে নেমে শিশুর মৃত্যু

নাটোরের সিংড়ায় ঈদের ছুটিতে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ফাতেমা আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাকুড়িয়া গ্রামের একটি পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত শিশু একই উপজেলার কৈগ্রামের ফেরদৌস আলীর মেয়ে। তবে সে বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকে। আর সেখানেই স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণিতে লেখাপড়া করে। এবার ঈদের ছুটিতে তার মায়ের সঙ্গে পাকুড়িয়া গ্রামের আব্দুস সালামের (নানা) বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু ফাতেমা আক্তার তার মা আমিনা বেগমের সঙ্গে নানাবাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। মা এর অগোচরে পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজির পর বিকাল সাড়ে ৩টায় তার লাশ ভেসে উঠে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ওই দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম