Logo
Logo
×

সারাদেশ

তিস্তা সেচ ক্যানেল থেকে নারীর লাশ উদ্ধার

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:১১ পিএম

তিস্তা সেচ ক্যানেল থেকে নারীর লাশ উদ্ধার

রংপুরে তিস্তা সেচ ক্যানেল থেকে এক অজ্ঞাত (৫৫) নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার দক্ষিণ মমিনপুর বানিয়াপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সদর কোতয়ালী থানা পুলিশের ওসি জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে তিস্তা সেচ ক্যানেলে অজ্ঞাত ওই নারীর লাশ ভাসতে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। বাহ্যিকভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার নাম-পরিচয় সনাক্তে সিআইডি টিম কাজ করছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম