
সংগীত পরিবেশনায় মঞ্চ মাতিয়ে অভিষেক অনুষ্ঠানকে সফল করে গেছেন জনপ্রিয় সংগীত শিল্পী তারুণ্যের হার্টথ্রব ঐশি।
সোমবার রাত ১০টা থেকে ১১ টা পর্যন্ত ১ ঘণ্টায় জনপ্রিয় সংগীত পরিবেশন করে মঞ্চ মাতিয়েছেন ক্লোজআপ তারকা শিল্পী ঐশি।
এ ছাড়া মঞ্চে সংগীত পরিবেশন করেন শহীদ স্মৃতির সাবেক শিক্ষার্থী সংগীত শিল্পী শাহনাজ সাথী ও সাগর শান।
টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে ঐশী মূল শিল্পী হিসেবে এ সংগীত পরিবেশন করেন। হাজারো দর্শক শ্রোতায় কলেজ শাখার মাঠ কানায় কানায় পরিপূর্ণ ছিল। নারী পুরুষের উপস্থিতি ছিল সমান তালে। আশপাশের ছাদে ও বিল্ডিংয়ের বিভিন্ন তলায় অবস্থান নিয়ে অনুষ্ঠান উপভোগ করতে দেখা গেছে অনেক দর্শককে।
ঐশির সংগীত পরিবেশনার কথা জেনে বিকাল থেকেই মাঠে দর্শকের ভিড় জমতে শুরু করে।
এর আগে বিকালে শহীদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখার মাঠে অভিষেক অনুষ্ঠানের কর্মসূচির শুরুতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মির্জা মো. জুবায়ের হোসেন। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স।
আনোয়ারুল কিবরিয়া দোয়েলের পরিচালনায় এতে বক্তৃতা করেন শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, ওসি এমরানুল কবির, সাবেক ছাত্র লায়ন আশরাফুল হক জুয়েল, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কবির আহমেদ হীরা।