চট্টগ্রামে ৩ কোভিড রোগী শনাক্ত, শাহ আমানতে নানা নির্দেশনা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:২৪ পিএম

চট্টগ্রামে তিনজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। মঙ্গলবার নগরীর একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এক নারীর শরীরে এবং সোমবার নগরীর মা ও শিশু হাসপাতালে হালিশহরের বাসিন্দা এক নারী ও আকবর শাহ থানা এলাকার বাসিন্দা এক পুরুষের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
চলতি বছর চট্টগ্রামে গত দুদিনে এই তিনজনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেল।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে নানা উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক আগমনী ইমিগ্রেশন প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। বিমানবন্দরের মেডিকেল টিম কর্তৃক থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের তাপমাত্রা নির্ণয় করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমানবন্দরে টার্মিনালের স্পর্শকাতর পয়েন্টসমূহে সবার জন্য মাস্ক ব্যবহারের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস মজুদের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচার করা হচ্ছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, আমাদের কাছে ৮০ হাজার টিকা মজুত আছে। দুই এক দিনের মধ্যে করোনার সংক্রমণ পরীক্ষার কিট এসে পৌঁছাবে। আইসোলেশন হাসপাতাল নির্ধারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।