ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলা, আহত ১৫

ভোলা প্রতিনিধি
প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:৫৫ পিএম
-684863763d8d2.jpg)
ছবি : সংগৃহীত
ভোলার দৌলতখানে বিএনপির ৩১ দফার পক্ষে প্রচারণার সময় বিএনপির সাবেক নেতা ও সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম ইব্রাহিম খলিলের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। স্থানীয় যুবদল ও ছাত্রদলের চিহ্নিতরা এ হামলা করেছে বলে অভিযোগ করেছেন ইব্রাহিম খলিল।
মঙ্গলবার দুপুরে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরশুভী মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহতদের ৮ জন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হামলার সময় খলিলের বহরে থাকা ৪টি মোটরসাইকেল ও মোবাইল সেট ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।
আহতরা হলেন- মো. ফারুক, পার্থিব, আল আমিন, খোকন, রায়হান, রুবেল, সোহাগ ও আক্তার।
উপজেলা যুবদল ও ছাত্রদল নেতারা হামলার বিষয় অস্বীকার করেন। দৌলতখান বিএনপির সম্পাদক সাজাহান সাজু জানান, বিষয়টি তিনি পরে শুনেছেন। সহকারী অ্যাটর্নি জেনারেলের বহরের মোটরসাইকেল চালকদের নিজেদের মধ্যে কথা কাটাকাটি নিয়ে হামলার সূত্রপাত হয়।এটা দলীয় কোনো হামলা নয়।
ইব্রাহিম খলিলের অভিযোগ, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফার প্রচারণার জন্য দৌলতখানে যান। এ সময় তার সহকারী ও পরিবারের কয়েজন সদস্য সঙ্গে ছিলেন। দুপুর ১টা ২০ মিনিটের সময় সৈয়দপুর ইউনিয়নের চরশুভী মাদ্রাসার সামনে নদী সিকস্তি ভূমিহীন কৃষক সমবায় সমিতির মানববন্ধন ও সমাবেশ দেখে তাদের প্রতি একাত্মতা প্রকাশ করেন খলিল। সেখানে বক্তব্য দেওয়ার সময় লাঠি হাতে একদল লোক এসে তার ওপর হামলা চালায় ও গাড়ি ভাঙচুর করেন। সোহেল, শাওন ও কুদ্দুসের নেতৃত্বে স্থানীয় ছাত্রদল-যুবদল হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় তার সঙ্গীদের ৪টি মোটরসাইকেল ও চারটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।
দৌলতখান থানার ওসি জানান, দুই পক্ষের মধ্যে হাতাহাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইব্রাহিম খলিল বিষয়টি পুলিশ সুপারকে মৌখিকভাবে জানিয়েছেন কিন্তু থানায় কোনো অভিযোগ করেননি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থেকে পুলিশ ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
ইব্রাহিম খলিলের ওপর হামলার বিষয়ে দৌলতখান উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ জানান, হামলাকারীদের যেসব নাম বলেছেন (সোহেল, শাওন ও কুদ্দুস) এমন ছাত্রদল-যুবদল কেউ নেই। তিনি শুনেছেন, আওয়ামী লীগ কর্মকাণ্ডের বিরোধিতা করেছেন স্থানীয়রা।