-684866f26e298.jpg)
সাপুড়ে
বরগুনার পাথরঘাটায় নাচনাপারা ইউনিয়নে সাপ ধরতে এসে সাপের কামড়ে লাল চাঁন নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) সকাল ৮টার দিকে পাথরঘাটা উপজেলা নাচনাপারায় ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।
মৃত ওঝা লাল চাঁন (৬৫) উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাঁশতলা গ্রামের মৃত যোগেন্দ্র কর্মকারের ছেলে। তিনি ৪০ বছর সাপ ধরে আসছেন।
৪নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য মো. গোলাম ছরোয়ার রুমি (বাচ্চু মেম্বার) জানান, সকালে পার্শ্ববর্তী এলাকার ৩নং ওয়ার্ডের আনিসুর রহমান জুয়েলের বাড়িতে সাপ ধরতে যান ওঝা লাল চাঁন। সাপ ধরতে গেলে ওই সাপ তাকে দংশন করে। তাৎক্ষণিক মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আশঙ্কাজনক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।